শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চাঁদাবাজি ও দুর্নীতির দায়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি শেখ নাজমুল হক কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হবিগঞ্জ শিল্প এলাকার তিনটি প্রতিষ্ঠানে চাঁদা চেয়ে চিঠি দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার এক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে তাকে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খলিলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, এ ঘটনার পূর্বেও তার বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
উল্লেখ্য , গত ১০ই অক্টোবর শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল শায়েস্তাগঞ্জের অলিপুরে অবস্থিত তিনটি শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তার কাছে সহযোগিতা চেয়ে পৃথক তিনটি চিঠি লেখেন। ১০ই অক্টোবর সই করা ওই চিঠিতে শারদীয় দুর্গাপূজা ও কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষ্যে প্রত্যেকের কাছে সাড়ে তিন লাখ চাওয়া হয়। নাশতা, পানীয় ও ফলমূল সরবরাহ করার বিষয় উল্লেখ করে পূজা ও কমিউনিটি পুলিশিং ডের নামে টাকা চাওয়া হয়। একই ফরমেটের লেখা তিনটি চিঠিতে বলা হয়, ১৪ই অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা কমিটির সভাপতি, সহ-সভাপতি, কমিটির অন্যান্য সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছে। পূজা সংক্রান্ত ওই অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য। অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের নাশতা এবং আপ্যায়নের জন্য বর্ণিত মালামাল সরবরাহ করে পুলিশের সঙ্গে একাত্মতা পোষণ করার অনুরোধ করা হলো।
চিঠিতে ওসি কামাল খাবারের ছয়টি আইটেমের উল্লেখ করেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.