পরবর্তী উত্তরসূরি না আসা পর্যন্ত প্রধানমন্ত্রী স্বীয় পদ থেকে যেন পদত্যাগ না করেন সে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির আংশিক শুনানি হয়েছে। পরবর্তী শুনানি হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে।
জনস্বার্থে এই রিটটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হক। প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য-সচিব ও আইন সচিবসহ আটজনকে এই রিটে বিবাদী করা হয়েছে।