Site icon Daily Dhaka Press

আজকের খেলায় ভারতের ৭ উইকেটের জয়

শর্ট মিডউইকেট থেকে ডাবলস নিয়েছেন। মিড অন থেকে নিয়েছেন আরেকটি ডাবলস। এরপর আবার সিঙ্গেল নাকচ করে দিয়েছেন তিনি। শেষ বলে গিয়ে নিয়েছেন সেটি। পুনের দর্শকরা উল্লসিত। নেট রানরেটের কথা আপাতত কোহলির মাথায় নিশ্চিতভাবেই নেই।

২ রান দরকার, ৪২তম ওভারের প্রথম বলটি ডাউন দ্য লেগে করেছিলেন নাসুম। তবে আম্পায়ার দেননি ওয়াইড। তৃতীয় বলে ওয়াইড লং অন দিয়ে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেন কোহলি। ওয়ানডেতে এটি তাঁর ৪৮তম সেঞ্চুরি।

ভারত জিতেছে ৭ উইকেটে। একপেশে ম্যাচে দর্শকদের বাড়তি বিনোদন হয়ে এসেছে কোহলির সেঞ্চুরি।

এ নিয়ে টানা চারটি ম্যাচ জিতল ভারত। যদিও পয়েন্ট তালিকায় নেট রানরেটে পিছিয়ে থাকায় দুইয়ে তারা, নিউজিল্যান্ড শীর্ষে।

Exit mobile version