স্টাফ রিপোর্টার : ঢাকা সাব এডিটরস কাউন্সিল এর মেধাবৃত্তি ও সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রাণের সংগঠন ঢাকা সাব এডিটরস কাউন্সিল প্রতিবছর সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি দিয়ে থাকে। এসএসসি এবং এইচএসসি তে যারা জিপিএ ৫ পেয়ে থাকে তারাই এ তালিকার অন্তর্ভুক্ত হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎসাহ প্রদান করতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ড.হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট বলরাম পোদ্দার, সদস্য জাতীয় কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল,সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, প্রকৌশলী মোঃ হোসাইন, মহাপরিচালক, পাওয়ার সেল। আগত অতিথিদের প্রত্যেকে এ ধরনের অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জানান, মেধাবীরা রাজনীতিতে আসলে রাজনীতি আরো গতিশীলতা লাভ করবে। মাননীয় প্রধানমন্ত্রী সবার আগে পড়াশোনা কে প্রাধান্য দেন। আমাকেও তিনি উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনুপ্রাণিত করেছেন। এই হচ্ছে প্রকৃত নেতৃত্বের বৈশিষ্ট্য। অপরদিকে বিএনপি আছে আন্দোলনের তারিখ নিয়ে। কিন্তু তাদের আন্দোলনে তাদের নেতা কর্মী ছাড়া কোন জনগণের সম্পৃক্ততা নেই। গাজা হামলায় ফিলিস্তিনের পক্ষে এখন পর্যন্ত কোন বিবৃতি দেয় নি বিএনপি। তাহলে কি আমরা ধরে নেব তারা ইহুদি পন্থী? কোমল শিক্ষার্থীদের সামনে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। এদেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের জন্য কাজ করবে এটাই সকলের চাওয়া। পরিশেষে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি জনাব মামুন ফরাজী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.