পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের গৃহবন্দি প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম পালানোর চেষ্টা করেছেন বলে দাবি করেছে ক্ষমতাদখলকারী সামরিক বাহিনী।
এক জান্তা মুখপাত্র বলেছেন, বাজুম তাঁর পরিবারের সদস্য, নিরাপত্তারক্ষী ও রান্নার কাজে নিয়োজিত কর্মীদের নিয়ে হেলিকপ্টারে চড়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এ পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
রাষ্ট্রীয় টিভিতে মুখপাত্র আমাদু আবদারামানে বলেন, আটক রাখার স্থান থেকে গত বৃহস্পতিবার পালানোর চেষ্টা করেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট।
গত জুলাই মাসের শেষ দিকে প্রেসিডেন্টের গার্ড বাহিনী অভ্যুত্থান করে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে গৃহবন্দি করে। তখন থেকে পরিবারের সদস্যসহ আটক রয়েছেন বাজুম।
আবদারামানে আরো বলেন, তারা নাইজেরিয়ার দিকে ‘একটি বিদেশী শক্তির অন্তর্গত’ হেলিকপ্টারে করে উড়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
অন্যদিকে বাজুমের আইনজীবীরা শুক্রবার দেশটির সামরিক শাসকদের করা এ অভিযোগকে ‘বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছেন।
আইনজীবীদের সমন্বয়কারী মোহামেদ সেদু ডায়াগনে এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা প্রেসিডেন্ট বাজুমের বিরুদ্ধে এই বানোয়াট অভিযোগগুলোকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।’
বাজুমকে এখন কোথায় রাখা হয়েছে তা জানায়নি সরকার।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.