এইচ এম বাবলু, জেলা প্রতিনিধি :
পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বরেণ্য রাজনীতিবিদ মোঃ শাহজাহান মিয়া আজ সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বৎসর। তিনি স্ত্রী,তিন পুত্র,এক কন্যাসহ বহু অত্মীয় স্বজন,গুনগ্রাহী সমর্থক রেখে গেছেন। ঢাকায় আজ বিকেল ৩টায় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় প্রথম জানাজা শেষে নিজ এলাকা পটুয়াখালীতে তার মরদেহ নেয়ার পর আগামীকাল রবিবার সকাল ১১টায় শহরের শেখ রাসেল স্কোয়র ঝাউ তলায় দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবার থেকে জানানো হয়েছে।
মরহুম শাহজাহান মিয়া অ্যাডভোকেট ১৯৯৬,২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামীলীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ছিলেন। প্রায় তিনদশক পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। বরিশাল বিএম কলেজ থেকে ছাত্র রাজনীতি শুরু করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ইকবাল হল শাখার ছাত্রলীগের সদস্য,১৯৬৭ সালে পটুয়াখালী মহাকুমা আওয়ামীলীগের প্রচার সম্পাদক, ১৯৬৯ সালে জেলা আওয়ামীলীগের সদস্য, পরবর্তীতে সহ সভাপতি এবং এরপর প্রায় তিন দশক সভাপতি ছিলেন। ধর্মপ্রতিমন্ত্রী থাকাকালে সুষ্ঠ হজ ব্যবস্থাপনায় এশিয়ায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি পটুয়াখালী পৌরসভার চেয়ারম্যান ও জেলা এর শ্রদ্ধা জানাতে দলে দলে আসছেন পটুয়াখালী শহরে। উল্লেখ্য যে ২০০৮ সালের নবম জাতীয় সংসদে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ছাড়াও তিনি পটুয়াখালী আইনজীবী সমিতির সভাপতি হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন।