মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে ইসরায়েল সফর করেছিলেন। সফরকালে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাইডেন বলেন, তিনি একজন জায়নবাদী।
ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তাঁর যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের আশ্বস্ত করে বাইডেন বলেন, ‘আমি মনে করি না যে জায়নবাদী হওয়ার জন্য আপনাকে একজন ইহুদিই হতে হবে এবং আমি নিজেই একজন জায়নবাদী।’
তেল আবিবের একটি হোটেলের বলরুমে এক রুদ্ধদ্বার বৈঠকে বাইডেন এই মন্তব্য করেন। বৈঠকে উপস্থিত ইসরায়েলি রাজনীতিবিদ ও জেনারেলরা বাইডেনের এই মন্তব্যে সম্মতি জানিয়ে মাথা নাড়েন। বৈঠক সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.