Site icon Daily Dhaka Press

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: উদ্ধারকাজে র‌্যাব-পুলিশ-ফায়ার সার্ভিস

কিশোরগঞ্জ প্রতিবেদক :

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এই দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশ নিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ফায়ার সার্ভিস, রেলওয়ে ও জেলা পুলিশের সদস্যরা।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া) শাহজাহান সিকদার এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, একটি মালবাহী ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল, আর আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল ভৈরব থেকে ঢাকায়। পরে ভৈরব রেল স্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এ সময় যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের উদ্ধার কাজে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস, র‌্যাব সদস্য, রেলওয়ে ও জেলা পুলিশের সদস্যরা উদ্ধারকাজে যোগ দেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, উল্টে যাওয়া বগির নিচে অনেক যাত্রী চাপা পড়েছে। এ ছাড়া রেললাইনের ওপর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

Exit mobile version