এইচ এম বাবলু,বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে চেয়ারম্যান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় জহিরুল ইসলাম (৩৫) নামের এক টমটম চালক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় সদর উপজেলার গোসিংগা গ্রামের লতিফ হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে দশমিনার উদ্দেশ্যে ছেড়ে আসা বেপরোয়া গতির চেয়ারম্যান পরিবহনের যাত্রীবাহি বাস ঘটনাস্থল অতিক্রম করার সময় একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটম চালক জহিরুল ইসলাম ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জহিরুলের মৃত্যু হয়। নিহত জহিরুল ইসলামের বাড়ি গোসিংগা গ্রামে। তিনি চার সন্তানের জনক ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন।
বাউফল থানার এসআই ইমরান খান সাংবাদিকদের বলেন, ঘাতক বাসটি আটক করা হলেও ড্রাইভার পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ##
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.