রায়হান আহমেদ, ময়মনসিংহ:
২২ অক্টোবর ২০২৩ তারিখ (রবিবার ) জেলা প্রশাসন, ময়মনসিংহ ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(২) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা (২০০৬) এর ১৮(২) অনুযায়ী’ ০৫(পাঁচটি) গাড়িকে ২,৫০০/-(দুই হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১০ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শারমিন আক্তার রিমা ও জনাব সাব্বির হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মাহবুবুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।