রায়হান মুহাম্মদ শামীম : হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ উৎসব দুর্গাপূজা। ষষ্ঠী দিয়ে শুরু হয়ে দশমীতে বিসর্জন দিয়ে শেষ হয়ে যায় উৎসবটি।
দশমীর দিন প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিকতা। অন্যান্য দিনগুলোর চেয়ে এই দিনেই সবচেয়ে বেশি উৎসবে মাতোয়ারা হয়ে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। অন্যান্য দিনের সাজসজ্জার চেয়েও এদিনের সাজ সজ্জায় থাকে ভিন্নতা।
সিঁদুরের রঙের আভায় রঙিন হয়ে ওঠে সবাই। মেতে উঠে সিঁদুর মাখানো খেলায়। তাই পোশাকেও দেখা যায় লালের আধিক্যতা। তবে পুরোপুরি লাল রঙের পোশাক থেকে বেরিয়ে এসে এখন দশমীর পোশাকে রয়েছে বেশ ভিন্নতা। সাদা জমিন লাল পারে শোভা পাচ্ছে নানা রকমের শাড়ি ও পোশাক।
মেয়েদের পোশাক অনুসঙ্গ হিসেবে সঙ্গে লাল টিপ ও লালচুরি তো থাকছেই। যেকোনো উৎসবে নিজেকে মেলে ধরা বাঙালির অতি প্রাচীন প্রথা।
তাই দিনে দিনে উৎসবের সঙ্গে পোশাকের ভিন্নতাও যেন চোখে পড়ার মতো। এতে করে উৎসবের আকাশ যেন আরো রঙিন হয়ে ওঠে। আর হবেই বা না কেন, বাঙালির যে বারো মাসে তেরো পার্বণ।