নিজস্ব সংবাদদাতা:
র্যাব-৪ এর ওয়ারেন্ট অফিসার (ক্রিপ্টো) আনোয়ার হোসেন জানান র্যাব-৪ এর জিডি নং-১১১, ২১/১০/২০২৩ ইং তারিখে রাত অমুনামিক ৯:০০ টায় আমি আমার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ টহল ডিউটি করাকালীন মিরপুর-১০ নাম্বার গোলচত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারি, পল্লবী থানাধীন সেকশন ১১/এ, এভিনিউ ১/৩, এডিসি নন লোকাল রিলিফ ক্যাম্পের গেটের পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যাবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
বিষয়টি জানামাত্র আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তাৎক্ষণিক আইননানুগ ব্যাবস্থা গ্রহনের জন্যে ঘটনাস্থলে উপস্তিত হই। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাবার সময়ে সঙ্গীয় র্যাব সদস্যদের সহয়তায় লিটন(৩৪) কে ঘটনাস্থলে আটক করতে সক্ষম হই।
উপস্থিত সাক্ষী সহ এলাকার অন্যান্য লোকজনের সামনে ধৃত আসামীকে বিধি মোতাবেক তল্লাশিকালে আসামী লিটন(৩৪) এর হাতে থাকা একটি শপিং ব্যাগের মধ্যে এক হাজার পাঁচশো পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় যার বাজার মূল্য প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
অতঃপর আমি ধৃত আসামীসহ আলামত নিজ হেফাজতে নেই। জিজ্ঞাসাবাদে আসামী স্বীকারোক্তি দেয় যে লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট ঢাকা শহরের বিভিন্ন এলাকা হতে পাইকারি দরে সংগ্রহ করে এনে ঘটনাস্থল সহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রয় করে আসছিলো।
ঘটনাস্থলে লোকজনের কাছে জানতে গেলে তারা বলেন এই লিটন পল্লবী থানার সোর্সের কাজ করে বিধায় ভয়ে কেউ তার বিরুদ্ধে কিছু বলে না। বাধা দিতে গেলে মামলার ভয়ভীতি দেখাতো এই লিটন।্যাবের ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেন বলেন এই ধরণের অভিযান আমরা প্রতিনিয়িত পরিচালনা করি আমরা চাই আমাদের সমাজ মাদক মুক্ত হোক।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.