রিফাত কান্তি সেন: দেশের ঐতিহ্যবাহী ভ্রমণ ও স্বেচ্ছাসেবী সংগঠন দে-ছুট এর বৃক্ষরোপণ অভিযান ২০২৩ এর কার্যক্রম আজ সাভারের গেন্ডা এলাকায় অবস্থিত জামিয়া আহসানিয়া আরাবিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন ফলজ গাজ রোপনের মধ্য দিয়ে শুরু হয়। এরপর ব্যাংক কলোনী মহল্লায় অবস্থিত সাভার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ক্যাম্পাসে রোপণ করা হয় আরো বেশ কিছু চারা।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন আমির আলী খাঁন রতন,খোকন কারিগর,আনিসুর রহমান ও সংগঠনের বেস্ট অর্গানাইজার মুহাম্মদ জসিম উদ্দিন এবং মাদ্রাসার বড় হুজুর মাওলানা মতিউর রহমান সহ প্রমুখ।
সংগঠনের চীফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিম তার বক্তব্যে বৃক্ষরোপন কর্মসূচীতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি, দে-ছুটের বিভিন্ন সামাজিক কর্মসূচী গুলো যেনো অব্যাহত থাকে সেই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত ছাত্র,শিক্ষক ও সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষর প্রতি দোয়ার দরখাস্ত রাখেন।