নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদের নির্বাচনে আদি ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ৪জন ছাত্র বিজয়ী হওয়ায়, উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক ছাত্রদের দ্বারা গঠিত হাম্মাদিয়া অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ হতে গতকাল রাতে রাজধানীর অভিজাত এক হোটেলে বিজয়ীদের সম্মানিত করার লক্ষে জমকালো এক সম্বর্ধনার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিমারি মার্চেন্ট এসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম বাবু এমপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উক্ত এসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম মিলন।
হাম্মাদিয়া অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ খাঁন গুড্ডুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাকিরুল হক খাঁন, সিরাজুল ইসলাম টিটু,মুহাম্মদ তাইম আহম্মেদ,সিরাজ মুন্না,মুহাম্মদ রফিক,মুহাম্মদ মাহবুব, মুহাম্মদ ফাইজুল,বেগম সমিতির সভাপতি মুহাম্মদ মিন্টু ও বিশিষ্ট ভ্রমণ লেখক মুহাম্মদ জাভেদ হাকিম।
বিদ্যাপীঠের বিভিন্ন ব্যাচের ছাত্র এবং মার্চেন্ট এসোসিয়েশন হতে আগত অতিথিদের মুখরতায় স্কুলের প্রবীণ ছাত্র জনাব সিদ্দিক হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। এরপর বুফে ডিনার পরবর্তী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.