Site icon Daily Dhaka Press

ঢাকার ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের শোক

ঢাকা : বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জোটটির সদস্য দেশগুলোর ঢাকা মিশন।

রোববার (২৯ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়ন ইন বাংলাদেশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ শোক প্রকাশ করে। এতে বলা হয়, ঢাকার রাজপথে প্রাণহানি এবং সহিংসতার ঘটনায় ইইউর ঢাকার সদস্যরা গভীরভাবে শোকাহত। তারা মনে করে, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পথ বেছে নেওয়া উচিত।

এর আগে শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় সংঘটিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। সবাইকে শান্তি ও সংযমের আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সব সহিংস ঘটনা পর্যালোচনা করা হবে। মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে ডোনাল্ড লুর এই নিন্দার তথ্য জানানো হয়েছে।

ডোনাল্ড লু বলেন, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য।

সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করব।

সরকার পতনের এক দফা আন্দোলনের ধারাবাহিকতায় ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন এলাকায় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য ও যুবদলের এক নেতা নিহত হয়।

পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে ফকিরাপুল এলাকায় পিটিয়ে হত্যা করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত যুবদল নেতা শামীম মোল্লা মারা গেছেন রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে। দিনভর হামলা-সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীসহ আহত হয়েছেন তিন শতাধিক।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে ‘পুলিশের হামলার প্রতিবাদে’ বিএনপি রোববার (২৯ অক্টোবর) দিনব্যাপী হরতাল ডেকেছে।

Exit mobile version