এইচ এম বাবলু বাউফল প্রতিনিধিঃ বাউফলে আজ রবিবার ইসরাইলি হামলার প্রতিবাদে স্থানীয় যুবসমাজের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাউফলে কালাইয়া ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে যুর সমাজ ও ধর্মপ্রান মুসল্লীরা।
বিক্ষোভকারীরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, জেগেছে জেগেছে বিশ্ব মুসলিম জেগেছে, ইসরাইলের পন্য বয়কট বয়কট শ্লোগানে মুখরিত হয় । যুব সমাজের উদ্দোগে রবিবার আছর নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কালাইয়া ডাক বাংলোর সামনে থেকে শুরু হয়ে বাজার রোড সহ ভিবিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। এ সময় বক্তব্য রাখেন কালাইয়া মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক, রসিদিয়া মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আবুল বসার,হাজী মসজিদের খতিব ইমাম হাফেজ মাওলানা আবু বক্কার, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃকবিরুজামান প্রমুখ। এতে সমাপনী বক্তব্য রাখেন সাংবাদিক এইচ এইম বাবলু । বিক্ষোভ মিছিলে কালাইয়াার বিভিন্ন মসজিদের মুসল্লীগন,স্থানীয় ব্যবসায়ী এবং যুবকদের ব্যাপক উপস্থিতির লক্ষ্য করা যায়।