নিজস্ব প্রতিবেদক : প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিরাত দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গুলশান থানার পরিদর্শক (অপারেশনস) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরোনো একটি নাশকতার মামলায় আলতাফ হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।
ওই নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।
আমিনুল ইসলাম জানান, আজ রোববার সকালে আলতাফ হোসেনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে।
সম্প্রতি আলতাফ হোসেনের বাসায় একটি নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওই নৈশভোজে বিএনপির বেশ কয়েকজন নেতা এবং সরকারের একজন মন্ত্রীও যোগ দিয়েছিলেন।