আন্তর্জাতিক ডেস্ক : গাজায় চলমান বিমান হামলার মধ্যে গত শুক্রবার সন্ধ্যা থেকে যোগাযোগের সব ধরনের নেটওয়ার্ক ভেঙে পড়েছিল। যা ওই অঞ্চলটিকে সম্পূর্ণভাবে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে করে ফেলে। তবে আজ রবিবার সকাল থেকে সেখানকার টেলিফোন ও ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হতে শুরু করে। বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্যালেস্টাইন টেলিকমিউনিকেশন কোম্পানি (প্যাল্টেল) এক্স বার্তায় জানিয়েছে, আমাদের টেকনিক্যাল টিম এমন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে অভ্যন্তরীণ নেটওয়ার্ক অবকাঠামোর ক্ষতিগুলো গুরুত্বের সঙ্গে মোকাবিলা করছে।
রিয়েল-টাইম নেটওয়ার্ক ডেটাতেও দেখায় যে গাজা উপত্যকায় ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার হয়েছে। ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটব্লক্স এক্স বার্তায় যোগাযোগ পুনরুদ্ধারের কথা জানায়। গাজার কিছু সাংবাদিকও টুইট করেছেন, তারা ফোন কল করতে এবং সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করতে পারছেন।
শনিবার, বেনিয়ামিন নেতানিয়াহুর সিনিয়র উপদেষ্টা মার্ক রেগেভ বিবিসি’র টুডে প্রোগ্রামে, শত্রুদের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করাকে আদর্শ আচরণ বলে অভিহিত করেছেন। বিবিসি তার কাছে সরাসরি প্রশ্ন রাখে, ইসরায়েল কি ইচ্ছাকৃতভাবে গাজার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে?
এর জবাবে রেগেভ জানান, আমি তা বলিনি। আমি শুধু বলেছি যে এটি পশ্চিমা, গণতান্ত্রিক সেনাবাহিনীর জন্য স্বাভাবিক উপায়।