Site icon Daily Dhaka Press

বিএনপি সহিংসতা-ভাঙচুরের ইতিহাস পুনরাবৃত্তি করছে: কূটনীতিকদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী মোমেন

কূটনৈতিক প্রতিবেদক : আজ সোমবার দেশে অবস্থানরত কূটনীতিক, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

কূটনীতিকদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি অতীত থেকে কিছুই শেখেনি। তাদের সহিংসতা ও ভাঙচুরের দীর্ঘ ইতিহাস আছে এবং আবারও তার পুনরাবৃত্তি করছে।’

গত শনিবার ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘২৮ অক্টোবর যা হয়েছে, তাতে আমরা হতবাক। যদিও অতীতে বিএনপি-জামায়াতের ভয়ঙ্কর সহিংস ঘটনা দেখে আমরা বিস্মিত নই। তাদের খুব একটা পরিবর্তন হয়নি।’

Exit mobile version