নিজস্ব সংবাদদাতা : রাজধানীর নবাব আব্দুল গণি রোডে সচিবালয় সংলগ্ন বিদ্যুৎ ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বুধবার (১ নভেম্ববর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেল ৩টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়েছে।