ধামরাই( ঢাকা) প্রতিনিধি : বিএনপি জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নতিকরণের লক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগ ও পৌর যুবলীগের” তারুণ্যের জয়যাত্রা সমাবেশ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ধামরাই পৌরসভার ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় তারুণ্যের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হক সুজনের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলামের সভাপতিত্বে তারুণ্যের জয়যাত্রা সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: মোহাদ্দেছ হোসেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ বক্তার বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান। আমিনুর রহমান বলেন, বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে সব সময় মাঠে কাজ করে যাচ্ছেন যুবলীগ।
বিএনপি জামাত ঢাকা আরিচা মহাসড়কে আগুন দিয়েছিল, আমি ছাত্রলীগ নেতা তুষার আহমেদ শান্তকে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিভিয়েছি। তাই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার আহবান জানান তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, বেলায়েত হোসেন পাঠান।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর যুবলীগের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে ব্যানারে উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জীবন চন্দ্র দাসের নাম থাকলেও তিনি তারুণ্যের সমাবেশ অনুষ্ঠানে আসেন নি।