Site icon Daily Dhaka Press

অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যময় মৃত্যু

ঢাকা : ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। হিমুর বয়স হয়েছিল ৩৮ বছর।

রওনক হাসান বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি হুমায়রা হিমু আর আমাদের মাঝে নেই। আজ বিকালে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। আমরা যাচ্ছি হিমুদের বাসায়। সেখানে গেলে বিস্তারিত বলতে পারব।’

এদিকে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, হুমায়রা হিমুর মৃত্যুর কারণ নিয়ে কিছু বিভ্রান্তি ছড়িয়েছে। এগুলো ভিত্তিহীন। আমরা চিকিৎসক, হিমুর পরিবারের সঙ্গে কথা বলছি। কিছুক্ষণের মধ্যেই জানা যাবে কী হয়েছিল আসলে। আমরা জেনেছি হিমু উত্তরার বাসায় ছিল। সেখানে থেকে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন বলেন, ‘আমরা অত্মাহত্যার খবর পেয়ে উত্তরা আধুনিক মেডিকেলে যাচ্ছি। সেখানে না পৌঁছানো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।‘

লক্ষ্মীপুরের মেয়ে হুমায়রা হিমু মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন তিনি। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে তার হাতে আছে ‘চাপাবাজ’, ‘বাকেরখনি, ‘বউ বিরোধ’, ‘গোলমাল’, ‘নানান রঙের মানুষ’ ও ‘গিনিস বুকে নাম’ ধারাবাহিকগুলো।

ছোটপর্দার পাশাপাশি হিমু নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে এই ভুবনে তার অভিষেক হয়। মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রে ‘অরু’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তিনি।

Exit mobile version