এইচ এম বাবলু, বাউফল প্রতিনিধি, পটুয়াখালী :
শেখ রাসেল একাডেমী কালাইয়া এর আয়োজনে আজ শুক্রবার ৩ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ মাঠে, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেখ রাসেল একাডেমি ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর জমজমাট পূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন, আরামবাগ একাদশ বনাম বারিধারা একাদশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,মোহাম্মদ মোশারফ হোসেন খান, ভাইস চেয়ারম্যান বাউফল উপজেলা পরিষদ ও সহ-সভাপতি, বাউফল উপজেলা আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব মোঃ জাকির হোসেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ কালাইয়া, জনাব আলহাজ্ব আ.স.ম কবিরুজ্জামান,সহকারী অধ্যাপক আব্দুর রশিদ খান ডিগ্রী কলেজ নওমালা, এবং সাধারণ সম্পাদক কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ। ফাইনাল খেলাটি উদ্বোধন করবেন, জনাব এস এম ফয়সাল আহম্মেদ (মনির হোসেন মোল্লা) চেয়ারম্যান ১০ নং কালাইয়া ইউনিয়ন পরিষদ এবং সাধারণ সম্পাদক বাউফল উপজেলা আওয়ামী যুবলীগ। খেলার রেফারির দায়িত্বে থাকবেন সাংবাদিক এইচএম বাবলু। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে থাকবেন মোঃ সজীব। খেলায় ব্যাপক দর্শক উপস্থিতি থাকবেন বলে টুর্নামেন্ট কমিটি আশা ব্যক্ত করেছে