রাজিব রায়হান, জাবি প্রতিনিধি : যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’র (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র্যাঙ্কিং-২০২৪ প্রকাশিত হয়েছে। প্রকাশিত র্যাঙ্কিং এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভৌত বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান অনুষদ যৌথভাবে দেশসেরা হয়েছে।
লন্ডনে বৃহস্পতিবার (২৬) অক্টোবর আনুষ্ঠানিক ভাবে টাইমস হায়ার এডুকেশনের বিষয়ভিত্তিক র্যাঙ্কিং উন্মোচন করা হয়।
বিষয়ভিত্তিক র্যাঙ্কিংয়ে সমাজবিজ্ঞান অনুষদ ৫০১-৬০০ ব্যান্ডের মধ্যে স্থান লাভ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে এবং ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে ৬০১-৮০০ এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
র্যাংকিং এ স্থান পাওয়ায় গাণিতিক এবং পদার্থবিজ্ঞান(ভৌত বিজ্ঞান) অনুষদের ডিন অধ্যাপক ডঃ ফরিদ আহমদ বলেন, “প্রথমে অনুষদের সকল শিক্ষককে ধন্যবাদ জানাই। তাদের জন্যই আজ বিশ্বের সেরা রেংকিংয়ে ভালো একটি জায়গা করে নিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভৌতবিজ্ঞান অনুষদ। সকলে মিলে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়েও একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় পরিণত হবে।”
এতে অনুভূতি ব্যক্ত করে সমাজবিজ্ঞান অনুষদের ডিন, অধ্যাপক ডক্টর বশির আহমেদ বলেন,” আমাদের এই অর্জনের পেছনে আমাদের অনুষদের প্রতিটি শিক্ষক ও সহকর্মীরা অবদান রেখেছেন । এ অর্জনটা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় একটা পাওয়া। তিনি আরো বলেছেন বিশ্ববিদ্যালয়ের এই র্যাংকিং ধরে রাখতে এবং প্রতিটি বিভাগই যাতে এ র্যাংকিং এর আওতায় আসে সেজন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
মর্যাদাপূর্ণ এ র্যাঙ্কিংয়ে স্থানলাভে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল আলম বলেন, বিশ্ব র্যাঙ্কিং-এ স্থান লাভ করায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ আনন্দিত। আগামীতে বিশ্ব র্যাঙ্কিং-এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও সম্মানজনক স্থান লাভ করবে বলে আমি আশাবাদী ।