Site icon Daily Dhaka Press

‘স্বপ্ন’তে প্রয়োজনীয় অনেক পণ্যের ‍অবিশ্বাস্য ছাড় !!

স্বপ্নতে প্রয়োজনীয় অনেক পণ্যের অবিশ্বাস্য ছাড় / খোলা বাজারের চেয়ে কম দামে অনেক পণ্য অবিশ্বাস্য ছাড়ে পাওয়া যাচ্ছে স্বপ্নতে

অর্থনৈতিক রিপোর্টার : দামে দিশেহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির হলো দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’ । বাজারে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, সে সময় পরিবারের  প্রয়োজনীয় সামগ্রী যেমনচাল, সয়াবিন তেল, লবণ, বডি লোশন, শ্যাম্পু, চা, মিল্ক পাউডার, বেবি ডায়পারসহ প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সুপারশপটি

পণ্যের নাম খোলা বাজারের দাম স্বপ্নতে পাওয়া যাবে ভ্যাটসহ  সেভিংস (প্রায়)
পুষ্টি সয়াবিন তেল (৫ লিটার) ৭৮০-৮২৫ টাকা ৭৫০ টাকা ৮০ পয়সা  ২৯-৭৪ টাকা 
রুপচাদা সয়াবিন তেল (৫ লিটার) ৭৮৫-৮২৫ টাকা ৭৭৭ টাকা  ৮ থেকে ৪৮ টাকা  
ফ্রেশ মিল্ক পাউডার ১০০০ গ্রাম ৮১০৮২০ টাকা ৮০২ টাকা  ৮ থেকে ১৮ টাকা 
এসি আই /পুষ্টি আটা (২কেজি ) ১১৫-১২০ টাকা ১০৮ টাকা  ৭-১২ টাকা 
এসিআই/ পুষ্টি ময়দা (২ কেজি) ১৩৫-১৪০ টাকা ১২৯ টাকা  ৬-১১ টাকা
নিভিয়া সফট ময়েশ্চারাইজিং ক্রিম ২০০ মিলি ৭৩০-৭৩৫ টাকা ৭১৩ টাকা   ১৭-২২ টাকা
ফ্রেশ লবণ ( ১ কেজি) ৪০-৪২ টাকা ৩৩ টাকা ৬০ পয়সা  ৭-৯ টাকা 
মিনিকেট চাল (লুজ-  প্রিমিয়াম প্রতি কেজি) ৭০-৭২ টাকা ৬৪ টাকা (কোনো ভ্যাট নেই) ৬-৮ টাকা  
মসুর ডাল (ছোট দানা ১ কেজি) ১২৫-১৩০ টাকা ১২০ টাকা (কোনো ভ্যাট নেই) ৫-১০ টাকা  
স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪০ পিস (মিডিয়াম ও ডাবল এক্সল-২৪ পিস) ৭৩০-৭৫০ টাকা  ৬৭৯.৫০  টাকা  ৫০-৭০ টাকা 

স্বপ্ন কর্তৃপক্ষ আরও জানান, নভেম্বর (শুক্রবার ও শনিবার) সার্ফ এক্সেল কেজি ২৭০ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ২৯০ টাকা), ইস্পাহানী মির্জাপুর বেস্ট লিফ চা ৫০০ গ্রাম প্যাকেট স্বপ্নতে পাওয়া যাবে ২২৩ টাকায় (বাজারে যার মূল্য ২৪০ টাকা) বিভিন্ন সাইজের হেড অ্যান্ড শোল্ডারস শ্যাম্পুতে থাকছে অবিশ্বাস্য ছাড়

এছাড়া বাচ্চাদের ডায়পারে থাকছে  সেরা অফার, যা অনান্য কমার্স সাইটসহ বাজার থেকেও অনেক কম দামে পাবেন স্বপ্নর গ্রাহকরা জানা যায়, স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার (লার্জ সাইজ ২৪ পিস) এর দাম স্বপ্নতে ৬৭৯ টাকা ৫০ পয়সা , যা বাজারে  ৭০০ টাকা  এবং স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার (এক্স এল ৪৪ পিস) এর দাম স্বপ্নতে ৮৭০ টাকা, যা বাজার অনান্য কমার্স সাইটে ১০৫০ টাকা  

একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে । এছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু , পিয়াঁজ, মাছ, মাংসতে কোনো ভ্যাট নেই । 

Exit mobile version