ডেস্ক রিপোর্ট : অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার বন্ধু মো. জিয়াউদ্দিন ওরফে রুফিকে আটক করেছে র্যাব।
শুক্রবার (৩ নভেম্বর) রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল-মঈন।
তিনি বলেন, অভিনেত্রী হিমুর মৃত্যুর সাথে তার সংশ্লিষ্টতার বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
হিমু-রুফির ‘দ্বন্দ্ব’ নিয়ে যা বলছে পুলিশ ‘নাশকতার সঙ্গে জড়িতদের পাঁচ তারকা হোটেলে রাখা হচ্ছে’