ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জামাতার বিরুদ্ধে শ্বশুরকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার ভোররাতে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম হাফিজুর রহমান (৬৫)। তিনি চম্পকনগর ইউনিয়নের নুরপর গ্রামের মৃত মো. গুলু রহমানের ছেলে। অভিযুক্ত জামাতার নাম শামীম মিয়া। তিনি পেটুয়াজুড়ি গ্রামের তাজুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে মেয়ের জামাতা শামীম মিয়া পলাতক রয়েছেন।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর পূর্বে হাফিজুর রহমানের মেয়ে নাহিদা আক্তারের সাথে পারিবারিক ভাবে শামীম মিয়ার বিবাহ হয়। নাহিদা আক্তার ও শামীম মিয়ার দাম্পত্য জীবনে ২ বছরের একটি শিশু সন্তান আছে।
পারিবারিক নানান বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এরই প্রেক্ষিতে চলতি বছরের গত ৮ অক্টোবর নাহিদা আক্তার তার স্বামী শামীম মিয়াকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে আসে। নাহিদা আক্তার তাহার পিতার বাড়িতে চলে আসার পর সে না ফিরে গেলে শামীম তার বাবা হাফিজুর রহমানকে হত্যার হুমকি দেয়।
নাহিদা আক্তার এরই মাঝে পরিবারের লোকজনদের কিছু না জানিয়ে পুনরায় স্বামীর সংসারে ফিরে যায়। কিন্তু তাদের মধ্যে পুনরায় দাম্পত্য জীবনের কলহের জের ধরে গক শুক্রবার নাহিদা তার বাবার বাড়িতে চলে যায়।
নাহিদাকে ফিরিয়ে নিতে শামীমের বাবাসহ পরিবারের সদস্যরা তাদের বাড়িতে আসে। কিন্তু শামীমের সংসারে নাহিদা আক্তার ফিরে যাবে বলে জানিয়ে দেয়। এরই জেরে ভোরে শামীম শ্বশুর বাড়িতে এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার শ্বশুর হাফিজুর রহমানকে হত্যা করে পালিয়ে যায়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ঘাতক শামীমকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।