প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৩, ৬:০২ অপরাহ্ণ
নড়াইলে সড়ক দুর্ঘটনায় আহত মেয়র, চালক নিহত

জেলা প্রতিনিধি , নড়াইল: সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা। তবে এ ঘটনায় তার গাড়িচালক সুজন কর্মকার নিহত হয়েছেন। এক কাউন্সিলরসহ আহত হয়েছেন আরও দুজন।
রোববার (৫ নভেম্বর) দুপুরে নড়াইল পৌর এলাকার ভওয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন কর্মকার (৩৮) শহরের মহিষখোলা এলাকার নিরাপদ কর্মকারের ছেলে। আহতরা কাউন্সিলর ইপি রাণী বিশ্বাস, নড়াইল পৌর যুবলীগের সহ-সভাপতি যুবলীগ নেতা মেশকাতুল ওয়ায়েজিন লিটু এবং নড়াইল পৌরসভার অ্যাকাউন্ট্যান্ট সাইফুজ্জামান লিন্টু।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান।
আহত সাইফুজ্জামান লিন্টু জানান, দুপুর দেড়টার দিকে মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা ৫ নম্বর ওয়ার্ডের বাহিরডাঙ্গায় সুইপার কলোনির জায়গা পরিদর্শন করে পৌরসভায় ফিরছিলেন। ভওয়াখালী এলাকার লাবু বিশ্বাসের বাড়ির পাশে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন কর্মকারকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মেয়রকে উন্নত চিকিৎসার জন্য যশোর কুইন্স হাসপাতালে পাঠানো হয়। আহত অপর দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.