প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৩, ৬:৫০ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন: সারাদিনেই কেন্দ্র ছিল ফাঁকা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
৫ নভেম্বর রোববার সকাল ৮টা থেকে ১৩২টি কেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলেছে বিকেল ৪টা পর্যন্ত।
তবে সকাল থেকেই প্রায় সবকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। কিছুক্ষণ পর পর দু'চার জন ভোটার এসে ভোট দিয়েছেন।
এদিন সব ভোটকেন্দ্রগুলোয় উৎসবমুখর পরিবেশ একেবারেই দেখা যায়নি। বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ার কথা জানিয়েছিলেন সংশ্লিষ্টরা।
তবে সেই আশায় গুড়ে বালি। সকাল, দুপুর ও বিকেলের চিত্র ছিল প্রায় একই রকম।
সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়াম ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং অফিসাররা অলস সময় পার করছেন। কিছুক্ষণ পর পর ভোটাররা আসছেন ভোট দিতে।
এ বিষয়ে বেশ কয়েকজন ভোটার বলেন, এটি উপ-নির্বাচন। তাই আমাদের মধ্যে আগ্রহ নেই। আসনটিতে এই নিয়ে তিনবার নির্বাচন হয়েছে। নির্বাচনের যে উৎসব পরিবেশ এখন তা চোখে পড়ে না।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.