নাটোর প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় ত্রি-মুখী সংঘর্ষে দুই পথচারী গুরুতর আহত হয়েছেন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
রোববার(৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার পৌরসভার মোড়ে এ ত্রি-মুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বিকেলে নলডাঙ্গা উপজেলার পৌরসভার সড়ক দিয়ে একটি ট্রাক আত্রাই যাচ্ছিল। এসময় ব্রীজে উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকসা ও মোটরসাইকেলের ত্রি-মুখি সংঘর্ষ হয়।
এতে রাস্তায় দাড়িয়ে থাকা দুইজন পথচারি গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে স্খানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে দুইজনই সুস্খ্য রয়েছেন বলে তিনি জানান।