বিনোদন ডেস্ক : ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখান দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনায় তিনি।
ছবি : নয়নতারা
এরমধ্যেই নতুন সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন, যা অভিনেত্রীর ক্যারিয়ারের ৭৫তম সিনেমা হতে যাচ্ছে। সিনেমারর নাম ‘অন্নপুরানি’। এটি নির্মাণ করেছেন তামিল পরিচালক নীলেশ কৃষ্ণা।
অনেকের ধারণা, ৭৫তম সিনেমায় বিশেষ চমক রাখবেন নয়নতারা। কী চমক দেবেন সেটা মুক্তির পরই জানা যাবে। অভিনেত্রী টুইটারে জানান, পারিবারিক আবহের গল্পে তৈরি সিনেমাটি মুক্তি পাবে ১ ডিসেম্বর। গল্পের বিষয়বস্তু রান্না। নিরামিষ খাবার কেন দরকারি, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এতে।
দক্ষিণেই একের পর এক সিনেমার পরিকল্পনা করছেন নয়নতারা। বর্তমাসে তার হাতে রয়েছে ‘টেস্ট’ ও ‘মান্নানঘাট্টি ১৯৬০’ নামের দুটি সিনেমা।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.