ধামরাই( ঢাকা) প্রতিনিধি: বিএনপি জামাতের ডাকা অবরোধে সাড়া দেয় নি সাধারণ জনগণ। দূরপাল্লার যানবাহন ছাড়া সব ধরনের যানচলাচল স্বাভাবিক রয়েছে। সাধারণ জনগণের জান মালের নিরাপত্তার জন্য রাস্তার প্রতিটি বাসস্ট্যান্ডেই পুলিশ পাহারায় দেখা যায়। সাথে দেখা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীদের। বিএনপি জামাতের ডাকা অবরোধে কোন ধরনের নাশকতা যেন বিএনপি জামাতের কর্মীরা না ঘটাতে পারে সেই জন্য রাস্তায় সকাল থেকেই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন ও পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
সোমবার (৬ নভেম্বর) সকাল থেকেই ঢাকা আরিচা মহাসড়কে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যায়। যানচলাচল ছিল স্বাভাবিক।
পথচারীদের কাছে থেকে জানা যায়, বিএনপি জামাতের ডাকা অবরোধে তেমন কোন সাড়া দেয় নি। শুধু আতঙ্ক ছড়িয়ে ছিল। যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। বিএনপি জামাতের কোন কর্মীদের মাঠে দেখা যায় নি। পুলিশি গ্রেফতার আতঙ্কে কোন বিএনপি জামাত কর্মীদের মহাসড়কে পাওয়া যায় নি।
পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান বলেন, বিএনপি জামাত ডাকা অবরোধ নৈরাজ্যের বিরুদ্ধে। আজ সোমবার সকাল থেকেই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ সকল নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে আছি, থাকবো। সাধারণ মানুষের জান মালের নিরাপত্তায় সব সময় যুবলীগ, ছাত্র লীগ, আওয়ামী লীগ কাজ করে যাচ্ছেন। তবে অপ্রীতিকর কোন ঘটনা ঘটে নি।