Site icon Daily Dhaka Press

নেপালের পেইন্ক শহরের অনতিদুরে ফের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক: নেপালে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। একইসঙ্গে ভারত ও চীনেও এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত।

গুগল আর্থ বলছে, সোমবার (৬ নভেম্বর) বিকেল ৪টা ৪৬ মিনিটে সংগঠিত ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপালের পেইন্ক শহর থেকে ছয় কিলোমিটার দূরে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানায়, গত শুক্রবার নেপালের দুর্গম অঞ্চলে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৩২ জন নিহত হয়েছে। হিমালয় পর্বতমালা অধ্যুষিত দেশটির পশ্চিমাঞ্চলে দিনগত রাতে সৃষ্টি হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ১৮ কলোমিটার গভীরে। এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

Exit mobile version