Site icon Daily Dhaka Press

বিশ্বকাপ ক্রিকেট : শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ উইকেটে জিতল বাংলাদেশ

খেলা ডেস্ক :
অ্যাঞ্জেলো ম্যাথুসের লেগ সাইডের বলে চার। বাংলাদেশের ৩ উইকেটের জয় নিশ্চিত হয়েছে তাতে। খাতা-কলমে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কাও। এ জয়ে পয়েন্ট তালিকায় শ্রীলঙ্কাকে টপকে সাতে উঠে এসেছে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পেতে গেলে থাকতে হবে শীর্ষ আটের মধ্যে। দুই দলেরই বাকি একটি করে ম্যাচ।

২৮০ রানের লক্ষ্যে ৪১ রানের মধ্যে দুই ওপেনারকে হারালেও সাকিব ও নাজমুলের ১৬৯ রানের জুটিতে বাংলাদেশ এগিয়ে গেছে অনেকখানি। দিল্লিতে শিশিরের প্রভাব ছিল ভালোভাবেই, সে অর্থে বাংলাদেশের টসে জিতে সিদ্ধান্তটা ছিল ভালো। শেষ দিকে গুচ্ছাকারে কয়েকটি উইকেট হারালেও বাংলাদেশ পথ হারায়নি। নেট রান রেটে শ্রীলঙ্কাকে টপকে যাওয়ার ব্যাপার ছিল, বাংলাদেশ সফল তাতেও।

যে ম্যাচে অনেক বড় আলোচনার বিষয় অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড-আউট, তাতে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয়টি পেল বাংলাদেশ। এবারের বিশ্বকাপে যেটি তাদের দ্বিতীয়।

Exit mobile version