Site icon Daily Dhaka Press

আজকের খেলা: আইসিসি বিশ্বকাপ-২০২৩, টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: টসে জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান। আইসিসিটসে জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান। আইসিসি
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান। চলমান বিশ্বকাপে প্রথম রাউন্ডের শেষ দিকের লড়াই চলছে।

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।

৫ ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া আজ জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হবে। অন্যদিকে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আফগানিস্তানও সেমিফাইনালের স্বপ্ন দেখা ছাড়েনি। ইতোমধ্যে ভারত ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে।

আজ আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে তৃতীয় দল হিসেবে সেমির টিকিট নিশ্চিত হবে অজিদের। এমন সমীকরণের দিনে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

Exit mobile version