ফেনী প্রতিনিধি : হত্যা, ধর্ষন চেষ্টা, নাশকতা, বিষ্ফোরন, গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় দাগনভুঞা ৬নং সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার বিকালে ফেনীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এ আদেশ দেন।
সে দক্ষিন আলীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ও জেলা বিএনপির সদস্য।
এর আগে, রোববার রাতে তাকে চট্টগ্রামের মেহেদিবাগ এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করে ফেনী গোয়েন্দা পুলিশ।
দাগনভুঞা থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ধৃত রফিক জেলা বিএনপির সদস্য। সে দাগনভুঞাসহ ফেনীর বিভিন্ন এলাকায় নাশকতার জন্য ব্যবহৃত বিষ্ফোরক দ্রব্য সরবরাহকারি ও সন্ত্রাসীকাজের অর্থ যোগানদাতা। তার বিরুদ্ধে দাগনভুঞা ও কোম্পানীগঞ্জ থানায় হত্যা, ধর্ষন চেষ্টা, চুরি, নাশকতা, বিষ্ফোরন, গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগের ৬টি মামলা রয়েছে।
জানাগেছে, দাগনভুঞায় এক নারীকে ধর্ষনের চেষ্টার ঘটনায় তার বিরুদ্ধে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর দাগনভুঞা থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। উক্ত মামলায় তিনি কারাবরন করে জামিনে মুক্তি পেয়ে কিছুদিন পলাতক ছিলেন। এছাড়া কোম্পানিগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে, উক্ত মামলাটি নোয়াখালী আদালতে বিচারাধীন। সে মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.