Site icon Daily Dhaka Press

প্রকাশ পেল ‘ভালোবাসার মেইল ট্রেন-২’

বিনোদন ডেস্ক : রেজাউর রহমান রিজভীর কথায় ২০১৮ সালের জুলাই মাসে সঙ্গীতশিল্পী ও কম্পোজার রাকিব মোসাব্বির গেয়েছিলেন ‘ভালোবাসার মেইল ট্রেন’। গানটি সেসময় টিউন ফ্যাক্টরীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। গানটির জনপ্রিয়তার ধারাবাহিকতায় এই জুটি এবার প্রকাশ করলেন ‘ভালোবাসার মেইল ট্রেন’ গানের সিক্যুয়াল ‘ভালোবাসার মেইল ট্রেন-২’।

গত ৬ নভেম্বর টিউন ফ্যাক্টরীর ইউটিউব চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়। রেজাউর রহমান রিজভীর কথায় গানটিতে কণ্ঠ দেবার পাশাপাশি সুর ও সংগীত করেছেন রাকিব মোসাব্বির নিজেই।

গানটি প্রসঙ্গে রাকিব মোসাব্বির বলেন, ‘রিজভী ভাইয়ের সঙ্গে কাজ করছি এক দশকেরও বেশি সময় ধরে। এ পর্যন্ত তার সঙ্গে অসংখ্য গানের কাজ করেছি। বেশ কিছু কিছু জনপ্রিয় গানের সিক্যুয়াল করার পরিকল্পনা আমরা বেশ আগে থেকে করেছিলাম। সেই পরিকল্পনারই অংশ হিসেবে ‘ভালোবাসার মেইল ট্রেন-২’ গানটি প্রকাশ করা হয়েছে। আগামীতে আরো বেশ কিছু গানের সিক্যুয়াল আসবে বলে আশা করছি।

রেজাউর রহমান রিজভী বলেন, ‘ চেষ্টা করেছি ‘ভালোবাসার মেইল ট্রেন-২’ গানটিতে পূর্বের গানের ধারাবাহিকতা ধরে রাখতে। আশা করছি শ্রোতারা নতুন এই গানটিকে পছন্দ করবেন।’ গানটি ইউটিউবের এই লিংকে পাওয়া যাবে- < https://youtu.be/WgBFnML0CNA?si=TrhoqxnET-jGadQb>

ইউটিউবের পাশাপাশি গানটি স্পটিফাই, আই টিউনস, অ্যামাজন মিউজিক, ফেসবুক, টিকটক, স্বাধীন মিউজিক সহ বিশ^ব্যাপী ২০টিরও অধিক অ্যাপসেও প্রকাশ করা হচ্ছে।

Exit mobile version