ধামরাই( ঢাকা) প্রতিনিধি: বিএনপি জামাতের তৃতীয় দফায় ডাকা অবরোধের বিরুদ্ধে ঢাকার ধামরাইয়ে পৌর যুবলীগ ও উপজেলা আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল বের করা হয়।
বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ধামরাই থানা বাসস্ট্যান্ডের ঢাকা আরিচা মহাসড়কে মোটরসাইকেল সাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়।
পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেনের নেতৃত্বে বিএনপি জামাতের তৃতীয় দফায় ডাকা অবৈধ অবরোধের বিরুদ্ধে শতাধিক মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। বিএনপি জামাতের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে থানা বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে বারবারিয়ার দিকে চলে যায়।
বিএনপি জামাতের ডাকা অবৈধ অবরোধের বিরুদ্ধে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজপথে থাকার প্রতিশ্রুতি দেন পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন।
অবৈধ অবরোধের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, ঢাকা জেলা ছাত্রলীগের বৃত্তি বিষয়ক সম্পাদক তুষার আহমেদ শান্ত, মোটরযান চালক লীগের সভাপতি ফারুক হোসেনসহ শতাধিক নেতাকর্মী।