হাটহাজারী, চট্টগ্রাম : উপজেলার, ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নের,৭নং ওয়ার্ডের রামদাশ হাট এলাকার হালদা ভেড়ী বাধের পশ্চিম পাড়ে প্রবাসি আজমের নতুন বিল্ডিং এর কাজ শুরু করেন গত বৎসর।প্রায় ২০ফুট গভীর খাদের পাশে কোন রকম পরিকল্পনা ছাড়া জায়গা কিনে ঘর নির্মাণ করেন। যার কাজ এখনো চলমান।প্রবাসি আজম তার শশুর স্থানীয় বাসিন্দা মো:মিয়ার মাধ্যমে ঘরের কাজ শুরু করেন।
স্থানীয় প্রতিবেশীরা জানান, কোনো প্রকার পরিকল্পনা এমনকি নতুন ঘর নির্মানের কোন প্রকার আইন না মেনে নিজেদের খেয়াল খুশী মতো ঘর তৈরির কাজে হাত দেয়। যার ফলে অপরিকল্পিত ভাবে কাজ করার ফলে আজ ভোরে বিকট শব্দে এই ঘরটির পশ্চিমাংশের ১ম তলা খাদের পানিতে ডেবে যায়।