জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী জাহিদ হাসানের চিকিৎসা বাবদ ৫২ হাজার টাকা অনুদান দিয়েছে জাহাঙ্গীরনগর অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকা।
গত শনিবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের কার্যালয়ে এসোসিয়েশনের পক্ষে ডীন অধ্যাপক বশির আহমেদ পরিবারের কাছে চেক হস্তান্তর করেন।
এসময় জাহিদের পক্ষে তার বন্ধু মুন্না চেক গ্রহণ করেন। তিনি বলেন, “ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেয়ার পরামর্শ দেন। আমরা এ মাসে ভারতে যাব। ইতোমধ্যে ছয় মাসের ভিসা পেয়েছি৷ সেখানে চিকিৎসকের পরামর্শে আমরা পরবর্তী পদক্ষেপ নিবো৷ ভাইয়ার চিকিৎসার টাকা সংগ্রহের জন্য এলামনাই এসোসিয়েশন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করছেন। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
এর আগেও জাবি এলামনাই এসোসিয়েশন অফ আমেরিকা জাহিদের চিকিৎসা বাবদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগের শিক্ষকগণ, বিভাগটির ৩৬ ব্যাচের শিক্ষার্থী ও সমাজবিজ্ঞান অনুষদের ডিনের অনুদান বাবদ সর্বমোট চার লাখ টাকা তুলে দেয়া হয়।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ বলেন, “প্রথমেই সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের কৃতজ্ঞতা জানাই। আমরা তার জন্য আমাদের বিভাগ, হলের সবার কাছে আবেদন করি। আমরা তাতে সাড়া পেয়েছি। সারা বিশ্বের জাবি ছাত্ররা আমাদের পাশে দাড়িয়েছে৷ বিশেষ করে জাহাঙ্গীরনগর এলামনাই অব আমেরিকা যেভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা জাবির ছাত্ররা বিশ্বময় সবাই এক। আমাদের মূলমন্ত্র হাতে হাতে হাত রেখে পরস্পরের পাশে দাঁড়ানো। সবার ভালোবাসা দিয়ে আমরা জাহিদকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে।