
ডেস্ক রিপোর্ট : দামে দিশেহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির হয়েছে দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। গত সপ্তাহের পর আবারও পরিবারের প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সুপারশপটি। স্বপ্ন কর্তৃপক্ষ আরও জানান, ১০ ও ১১ নভেম্বর (শুক্রবার ও শনিবার) বেশকিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে গ্রাহকরা কিনতে পারবেন।
পণ্যের নাম | খোলা বাজারের দাম | স্বপ্নতে পাওয়া যাবে ভ্যাটসহ | সাশ্রয় (প্রায়) |
ডিম | ১১.৫০-১২.৫০ টাকা (প্রতি পিস) | ১০ টাকা প্রতি পিস ( ভ্যাট নেই) | ১৮-৩০ টাকা ( প্রতি ডজনে) |
আলু | ৪৫-৫০ টাকা | ৩৬ টাকা
(ভ্যাট নেই) |
৯-১৪ টাকা
( প্রতি কেজিতে) |
স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪০ পিস (মিডিয়াম সাইজ) | ৯৫০ টাকা | ৬৭৯.৫০ টাকা | ২৭০.৫০ টাকা |
স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪৪ পিস (এক্সল) সাইজ) | ১০৫০ টাকা | ৮৭০ টাকা | ১৮০ টাকা |
ফ্রেশ মিল্ক পাউডার – ১কেজি | ৮০০-৮২০ টাকা | ৭৮৭ টাকা | ১৩-৩৩ টাকা |
পুষ্টি সয়াবিন তেল- ৫ লিটার | ৭৮০-৮০০ টাকা | ৭৬১ টাকা | ১৯-৩৯ টাকা |
গরুর মাংস – ১ কেজি | ৭৩৫-৭৪০ টাকা | ৭৩০ টাকা
(ভ্যাট নেই) |
৫-১০ টাকা |
এসি আই /পুষ্টি আটা (২কেজি ) | ১১৫-১২০ টাকা | ১০৮ টাকা | ৭-১২ টাকা |
এসিআই/ পুষ্টি ময়দা (২ কেজি) | ১৩৫-১৪০ টাকা | ১২৯ টাকা | ৬-১১ টাকা |
নিভিয়া সফট ময়েশ্চারাইজিং ক্রিম ২০০ মিলি | ৭৩০-৭৩৫ টাকা | ৭১৩ টাকা | ১৭-২২ টাকা |
ফ্রেশ লবণ ( ১ কেজি) | ৪০-৪২ টাকা | ৩৬ টাকা ৮০ পয়সা | ৪-৫ টাকা |
মিনিকেট চাল প্রিমিয়াম (লুজ) | ৭০-৭২ টাকা | ৬৫ টাকা
(ভ্যাট নেই) |
৫-৭ টাকা |
মসুর ডাল (ছোট দানা ১ কেজি) | ১২৫-১৩০ টাকা | ১২০ টাকা
(ভ্যাট নেই) |
৫-১০ টাকা |
স্বপ্ন কর্তৃপক্ষ আরও জানান, ১০ ও ১১ নভেম্বর (শুক্রবার ও শনিবার ) নেভিয়া ইন্টেনসিভ বডি মিল্ক (৪০০(+- ২০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ৯০০-৯২০ টাকা), নেভিয়া এক্স .হাইড্রেশন বডি লোশন (৪০০(+- ২০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ৯০০-৯২০ টাকা), ইস্পাহানী মির্জাপুর বেস্ট লিফ চা ৫০০ গ্রাম প্যাকেট স্বপ্নতে পাওয়া যাবে ২২২.৫০ টাকায় (বাজারে যার মূল্য ২৩০-২৩৫ টাকা), সানসিল্ক স্টানিং বেস্ট শাইন শ্যাম্পুতে থাকছে বিশেষ ছাড় এবং স্বপ্ন নুডলস পাওয়া ৪৯৬ গ্রাম পাওয়া যাবে ১২৭ টাকায় । একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে ।
এছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পিয়াঁজ, মাছ, মাংসতে কোনো ভ্যাট নেই । অসাধু ব্যবসায়ীরা যেন ছাড়ের সুযোগ নিয়ে বেশি পরিমাণ পণ্য কিনে কোনো ব্যবসা না করতে পারে সেজন্য সাধারণ ক্রেতার সুবিধার্থে স্বপ্ন আউটলেট থেকে প্রতি ক্রেতা ডিম ১ ডজন, আলু সর্বোচ্চ ৩ কেজি করে কিনতে পারবেন।