জবি ক্যাম্পাস প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক আজ শনিবার মারা গেছেন।
ভোর ৫টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জবি প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল জানান, অধ্যাপক ইমদাদুল ক্যান্সারে আক্রান্ত হয়ে ভোর ৫টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে অধ্যাপক ইমদাদুলকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সম্প্রতি তিনি ঢাকায় ফিরে বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ইমদাদুল তার মৃত্যুতে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জবি উপাচার্যের মরদেহ বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অধ্যাপককে শেষ শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, অধ্যাপক ইমদাদুল ২০২১ সালের ১ জুন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।