চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরের বাবুরহাট-পেন্নাই সড়কের লালদিয়া এলাকায় জৈনপুর পরিবহনের যাত্রীবাহী বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী মায়মুনা আক্তার (২০) নামে গৃহবধুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অটোরিকশার চালকসহ আরো দুই যাত্রী আহত হয়। শনিবার (১১ নভেম্বর) বিকেলে ওই এলাকার লালদিয়া মাদ্রাসা সংলগ্ন সড়কে যাত্রাবাহী বাসটি স্ট্যান্ড থেকে ঘুরিয়ে নেয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মায়মুনা সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকার ভরঙ্গারচর গ্রামের শফিকুর রহমান ওরপে আবু বক্করের স্ত্রী। তার বাবার বাড়ী বিষ্ণুপুর ইউনিয়নের কাজীর বাজার এলাকায়। পিতার নাম মো. মিজানুর রহমান।
ঘটনাস্থল এলাকার বাসিন্দা আবুল বাসার মুন্সী জানান, যাত্রীবাহী ওই বাসটি বাবুরহাট স্ট্যান্ড থেকে রাস্তা ঘুরিয়ে নিয়ে যাওয়ার সময় মতলব রোডের দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় এবং বাসটি রাস্তার পাশে গিয়ে পড়ে যায়। ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। চালকসহ আহত দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। তবে বাসটি ঘুরানোর সময় চালক ছিল না। বাসের হেলপার বাসটি ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলেন বলেন জানান তারা।
চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কফিল উদ্দিন জানান, আমরা ঘটনাস্থল থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করেছি। বাস ও অটোরিকশা থানা হেফাজতে আছে। বাসের চালক ও হেলপার পালিয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, দুর্ঘটনার বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত নারীর পরিবার থেকে ময়না তদন্ত না করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর দরখাস্ত করা হয়েছে।
আইনী পক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। এদিকে একই দিনে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে গলায় ফাঁস দেয়া গাছে ঝুলন্ত অবস্থায় মো. সবুজ শেখ (৩৫) নামে কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১) নভেম্বর দুপুরে ওই ইউনিয়নের উত্তর বালিয়া গ্রামের শেখ বাড়ির থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সবুজ শেখ ওই বাড়ীর মৃত নান্নু শেখের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবীকা নির্বাহ করতেন। ওই বাড়ীর নাজির আহম্মেদ শেখ জানান, সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে সবুজ শেখের ঘরের পাশে কাঠালগাছে তাকে ঝুলন্ত অবস্থায় বাড়ীর লোকজন দেখতে পায়।
কি কারণে আত্মহত্যা করেছে স্বজনরা কেউ বলতে পারে না। পরে এই ঘটনা চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানানো হয়। দুপুরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে এটি আত্মহত্যা। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, কৃষকের আত্মহত্যার ঘটনায় কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ দেয়নি। থানায় অপমৃত্যু মামলা হেেছ। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। অপরদিকে ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রামপুর এলাকায় গাছ থেকে পড়ে সেকান্দর ভুঁইয়া (৬৫) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের রামপুর ভুঁইয়া বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে। সেকান্দর ভুঁইয়া ওই বাড়ীর মৃত হামিদ রাজার ছেলে। নিহতের মেয়ে রেহানা বেগম জানান, দুপুরে তার বাবা লাকড়ীর জন্য ডাল কাটতে গাছে উঠেন। বাগানের সুপারি গাছ থেকে ডাল কাটার সময় অসতর্কতা বশে পিছলে নিচে পড়ে যান। তাৎক্ষনিক গুরুতর আহত অবস্থায় বাড়ীর লোকজনসহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আসিবুল হাসান জানান, বৃদ্ধ ওই ব্যাক্তিকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, গাছ থেকে পড়ে মৃত্যুর বিষয়ে আমাদেরকে কেউ তথ্য জানায়নি। কোন ধরণের অভিযোগ পাওয়াগেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।