Site icon Daily Dhaka Press

সুত্রাপুরে বাসে আগুন

নিজস্ব সংবাদদাতা : পুরান ঢাকার সুত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রবিবার সকাল ৬টা ৮ মিনিটে সুত্রাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ আগুন দেওয়া হয়।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী আজ রবিবার থেকে চতুর্থ দফায় সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো।

এদিকে, অবরোধ শুরুর আগে গতকাল শনিবার রাতে ১০ ঘণ্টায় দুর্বৃত্তরা ৮টি বাসে আগুন দেয় বলে জানায় ফায়ার সার্ভিস। এছাড়া একটি পিকআপ ভ্যানেও আগুন দেওয়া হয়।

Exit mobile version