হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের হিলি-বিরামপুর উপজেলার শেষ সীমানা সাঁতকুড়ি রেলগেট এবং বিরামপুর রেলগেটের মাঝপথে রেল লাইন ভেঙ্গে গেছে। রোববার সকাল ৬ টায় বিষয়টি দেখতে পায় রেলওয়ে কর্মকর্তারা। ভাঙ্গন অবস্থায় উত্তর বঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পিডাবিøউ ওয়েম্যান জামান।
পিডাব্লিউ ওয়েম্যান জামান বলেন, প্রতিদিনের মতো আমার রেল লাইনের লাইনগুলো চেক করছিলাম। পরে আমরা দেখতে পাই যে ৩৪৫ নং পিলারে কাছে লাইন ভেঙ্গে গেছে। আমাদের টিম আত্রাই কাজ করছে। সেখান থেকে টিম আসলে আমরা এই রেল লাইন মেরামত করবো। এখন পর্যন্ত লাল পতেকা দিয়ে ট্রেন থামিয়ে ধীর গতিতে চলাচল করছে। তবে খুব দ্রুত সংস্কার করা হবে।