নিজস্ব সংবাদদাতা : বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম রাতে রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়া হয়েছে।
রোববার (১২ নভেম্বর) রাত ৮টা ২২ মিনিটের দিকে বাসটিতে আগুন দেয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পুলিশের সহায়তায় বাসটির আগুন নেভায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য জানা যায়নি।
এরআগে, দুপুরে মিরপুর-১০ গোল চত্বরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, যাত্রীবেশে ওঠা কয়েকজন নাশকতাকারী বাসটিতে আগুন দিয়ে নেমে যায়।