নিজস্ব সংবাদদাতা: বিএনপি জামাতের ডাকা এই অবরোধকে রুখে দাঁড়ানোর জন্য ধোলাইপাড়ে অবস্থান করেছে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।
আওয়ামী লীগের নেতাকর্মীরা এই অবরোধের বিরুদ্ধে অবস্থানের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা।সাধারন জনগণ যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এবং তাদের কর্মস্থলে যেতে পারে সেজন্যই আজকে তারা সড়কে অবস্থান করেছে।
এই মুহূর্তে ধোলাইপাড়ে বাস চলাচল অনেকটা কম দেখা যাচ্ছে। বাস চলাচল অনেকটা কম থাকায় মানুষের দৈনন্দিন কাজের যে কর্মসূচি রাস্তায় দেখা যেত তা আজকে অনেকটাই কম।