চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আসা রোগীদেরকে হয়রানি ও প্রতারণা করার অভিযোগে ৫ দালালকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে তাদেরকে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্র্স আটক করেন।
আটক দালালরা হলেন-শহরের পুরাণ বাজার এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. আলম (২৮), সিংহ পাড়ার দিলিপ দের ছেলে দিপক দে (২৩), গুয়াখেলা রোডের ইসমাইল গাজীর ছেলে মাহিম গাজী (১৯), সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাবুল গাজীর ছেলে রায়হান গাজী (১৯) ও পুরান বাজারের মো. বিল্লালের ছেলে রিয়াদ হোসেন (২৫)।
উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, হাসপাতালের বহিঃবিভাগ এবং ভর্তি রোগী ও রোগীর স্বজনদেরকে এসব দালালরা হয়রানি করে আসছে। তারা গ্রাম থেকে লোকজন আসলে বিভিন্ন রোগের পরীক্ষার জন্য তাদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় এবং অতিরিক্ত টাকা আদায় করে। তারা নানাভাবে প্রতারণা করায় হয়রানির শিকার হন সহজ সরল লোকজন। হাসপাতাল কর্তৃপক্ষের এমন অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, আটক ব্যাক্তিদের বিরুদ্ধে অভিযোগ থাকায় বিকেলে ৫জনকে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.