এইচ এম বাবলু, বাউফল, পটুয়াখালী : বাউফলে অভিনব কায়দায় হুজুর বেশে সালাম দিয়ে পারভিন বেগম (৩২) নামের এক গৃহবধূর কাছ থেকে আড়াই ভড়ি স্বর্ণালংকার নিয়ে গেছে দুই যুবক। আজ মঙ্গলবার (১৪ নবেম্বর) সকালে নাজিরপুর ছাদের হাওলাদারের বাড়ির সামনে কালভার্টের কাছে এ ঘটনা ঘটেছে।
জানাগেছে, গৃহবধূ পারভিন বেগম সকাল সাড়ে ৯টার দিকে তার পৌর শহরের ৮ নং ওয়ার্ডের বাংলাবাজার বাসা থেকে বাবার বাড়ি নাজিরপুর রওনা দেন। সকাল ১০টার দিকে ছাদের হাওলাদারের বাড়ির সামনে কালভার্টের উপরে পৌঁছালে পাঞ্জাবী ও লুঙ্গি পরা মাথায় টুপি আছে ২০-২২ বছর বয়সী দুইজন হুজুর বেসে যুবকের একজন ওই গৃহবধূর সামনে এসে ছালাম দেন। এর পর অপর যুবক এসে ওই গৃহবধূকে বলেন আপনি যে ছালামের উত্তর দিলেননা ? তখন ওই গৃহবধূ বলেন, ছালামের উত্তর কি শুনিয়ে দিতে হবে। এপর তার সামনে বসে ওই দুই হুজুর কয়েকটি সূরা তেলোয়াত করেন। এপর তাকে জিজ্ঞেস করেন আপনার সাথে কি সোনাদানা আছে? ওই গৃহবধূ উত্তর দেয় তার বাসায় আছে। এরপর বাসা থেকে তাকে সোনা এনে দেয়ার জন্য বলে। তাদের কথামত তিনি বাসায় গিয়ে কানের দুল, চেইন ও কয়েকটি রিংসহ মোট আড়াই লাখ টাকা মূল্যের আড়াই ভরি স্বর্ণলংকার নির্দ্বিধায় তাদের হাতে তুলে দেন। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে আসার পর দেখেন দুই হুজুর নেই। এপর তিনি বাবার বাড়ি গিয়ে আবার জ্ঞান হারিয়ে ফেলেন।
এ ব্যাপারে বাউফল থানার ওসি আরিচুল হক বলেন,‘বিষয়টি আমি জানিনা। ওই গৃহবধূ কোন প্রতারক চক্রের কবলে পরেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাউফলে ফু্ দিয়ে আড়াই লাখ টাকার স্বর্ণলংকার ছিনতাই
