Site icon Daily Dhaka Press

রাজধানীর মিরপুরে দুই বাসে আগুন

নিজস্ব সংবাদদাতা: রাজধানীর মিরপুর এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া হাউজের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ৮টা ৪৫ মিনিটে আগুনের খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

Exit mobile version